সময়
সময়


বৃক্ষ বলেছিল নিচু স্বরে
না-শোনার ভান করেছি
পর্বত রাশভারী কন্ঠে
আমল দিই নি
সমুদ্র ঢেউ হয়ে মাথা ঠুকে
মুখ ফিরিয়ে নিয়েছি
আকাশ কখনো বা গর্জে
তোয়াক্কা করি নি
মাটিও করেছিল সাবধান
রেখেছি তার সাথে ব্যবধান
এখন অদূরে ধংস
ছড়িয়ে দিয়েছে মৃত্যু চরাচরে
থেকে থেকে সংশয়
বন্ধ দোয়ারে,কে যেন কড়া নাড়ে !