সম্পর্ক
সম্পর্ক


সম্পর্কের থার্মোমিটারে পারদ ক্রমশ নিম্নগামী।
হৃদয় অলিন্দে পলেস্তরা খসার প্রাচীন শব্দ.. মনের ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখা অনুভূতিগুলো
আজ বড়ই বেনামী,বর্ণচোরা... কার্বনঘেরা উচ্ছ্বাস আর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত স্বপ্ন দিয়ে ভরা
ফুসফুস নিয়ে কি আলো ছোঁয়া যায় বলো?
পাবে না জেনেও ,না পাওয়াকে পাওয়ার আশায় মন ছুটে চলে রুটিনমাফিক।
না পেয়েও আবার তাই চেয়ে যায়, আরবার,বারবার...
বানভাসি ইচ্ছের রশ্মিগুলো রোজ কড়া নেড়ে বিফল মনোরথ হয়ে ফেরে...
কারও কাছে চাওয়া পাওয়ার অঙ্ক অমিল।
আমি তো দেখি চাওয়াগুলোই বড় দ্রুত পাল্টায় ,একটা ছোঁওয়ার আগেই...
তবে কি অনিশ্চিত চাহিদা আর অচেনা অনুভূতির অনুপাতই গড়বে, সম্পর্কের রসায়ন?