STORYMIRROR

Paula Bhowmik

Classics Inspirational

4  

Paula Bhowmik

Classics Inspirational

সমান অধিকার

সমান অধিকার

1 min
337

এই বাউল মনকে জানে যে জন, সে যে সব জানে,

দেহটাকে তাই মন্দির বলে সে যে মানে।

পবিত্র এই দেহ তটেই আছেন বসে স্বয়ং ভগবান,

ভক্তের হৃদয় আসনেই যে তার অবস্থান।

মন দিয়ে ডাকলে তাকে দুলে ওঠে ঐ সিংহাসন,

আপন পর ভেদাভেদ ভুলে যায় এই মন তখন।

লক্ষণ সেনের সভাকবি জয়দেব, সহজ কথায়, 

"গীত গোবিন্দ" তে করেছেন একথা বর্নন। 

শ্রী কৃষ্ণ রাধাকে বলেছেন ___দেহিপদপল্লবমুদারম।

ভক্ত আর ভগবানের রয়না আর কোনো প্রভেদ,

যখন কেউ বুঝে যায় আত্মার এই ভেদ-অভেদ।

বুঝেছিলেন এই কথাটা কুষ্ঠিয়ার ঐ লালন সাঁই,

তাঁকেও আমার অন্তরের প্রণাম জানাই।

লোকে এখনও ভোলেনি কেঁদুলির জয়দেবের কথা,

বছর বছর মেলায় শোনা যায় তাই বাউল - গাথা।

পৃথিবীতে হোক ধর্ম প্রচার মানবধর্মের, মানবতার,

থাকবেনা আর ধর্ম নিয়ে দলাদলি, হে ধর্মাবতার!

বাউল গানে পাওয়া যায় সব ধর্মের সারকথা,

ধর্ম নিয়ে তাই থাকে না আর কোনোরকম মাথাব্যথা।

এখানে তাই সব জাতির অবারিত দ্বার,

সব মানুষের এখানে তো সমান অধিকার। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics