STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Others

3  

Debashis Bhattacharya

Fantasy Others

সখা তোমায় বলবো বলে

সখা তোমায় বলবো বলে

1 min
186

সখা তোমায় বলবো বলে কথার মালা গেঁথেছিলেম নিভৃতে একাকী বসে আশায় ভরা বিরহ ব্যথা মুকুলিত প্রেমের গোলাপ ঢাকা ছিল মম অন্তরে নীরবে যেদিন তুমি ডাকবে এসে বসন্তেরই কোকিল হয়ে আমার প্রাণ জুড়িয়ে মন ভরিয়ে বাদল ঝরার ঝংকারে অমনি আমি যাবো ছুটে তোমার প্রীতির আকর্ষণে শত জন্মের ব্যথা ভুলে রাগ-রাগিণীর তালে তালে ছন্দে আনন্দে কনকচাঁপার সৌরভে বেড়াবো ঘুরে প্রেমের ডালে ভ্রমরের গুঞ্জনে না বলা কথা বলবো বলে তোমাকে একাকী কাছে পেলে ঊষার কিরণ রাঙিয়ে দেবে আমার প্রেম যমুনায় জোয়ার এনে মিলবো আমি তোমার সনে শত জন্মের ব্যথা ভুলে সহসা তুমি গেলে চলে শেষ বেলাতে স্মৃতি রেখে দখিনা বায়ু হৃদয়ের দরজা খুলে আমার মন যমুনার ভাঁটার টানে স্মৃতি ধরে ভাবতে থাকি আবার ফিরে আসবে তুমি শেষ পহরে জানাবো তোমায় ভেবে ভেবে দিন চলে যায়


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy