সীমাহীন তুমি
সীমাহীন তুমি
সীমাহীন তুমি
তাকিয়ে কেন সসীম তুচ্ছ
জন্ম-মৃত্যুর অধীন
ক্ষুদ্র প্রাণের পানে
যে নিমেষে এসে
নিমেষে যায়
তব মুখপানে চেয়ে
কোথায় লুকাও কোথায় হারিয়ে যাও
না জেনেই শুধু হয়রান হই
আটকে থাকি ক্ষণসুখ গাঁটে বেঁধে
চলি আলেয়ার পিছু ধেয়ে
ব্রহ্মান্ড যখন তোমাকে ধরে
পরান তোমাকে ত্যাগে
ভাবনা এবার ভেবে আকুল
সংশয়ে কেঁদে মরে
যেতে হবে সেথা
যেথা রাজা প্রজা পিপীলিকা
একই পথের পথিক হয়ে
দাঁড়ায় আগে পিছে
অস্তিত্ব মোর শিশির বিন্দু
ঘাসের আগায় জমা
ধরবে কাকে ছাড়বে কাকে
ভেবে না পায় সখা
মন তরী তাই থমকে দাঁড়ায়
মাঝ সমুদ্রে একা
বুদ্ধি বলে নেই কোনো তল
বিবেক প্রসন্ন হাসে
স্বয়ম্ভূ এবার নিজেকে দেখে
নতমস্তক হয় লাজে
