STORYMIRROR

Manik Goswami

Drama Romance

3  

Manik Goswami

Drama Romance

শূন্যে পরিক্রমা

শূন্যে পরিক্রমা

1 min
129

  

এ পৃথিবী কান দিলোনা আমার মনের কথায়,

অনুভব করতে পারলো না অনুভূতিকে।

স্থান করে দিতে পারলো না আমাকে তোমার মনে।

পূর্ণতা পেলো না চিরন্তন প্রেমের কাহিনী।

পৃথিবী ছেড়ে তাই পাড়ি দেবো মহাশূন্যে।

 

হয়তো বা চাঁদের পাহাড়ে,

কুড়িয়ে নেবো চন্দ্রিমার পাথরকুচি।

কোনো শীতল গ্রহের হিমেল হাওয়ায়

জুড়িয়ে নেবো পৃথিবীতে জ্বলতে থাকা এই হৃদয়।

পৌঁছে যদি যেতে পারি সূর্য্যের কাছাকাছি,

গলিয়ে নেবো তোমার বুকে জমে থাকা বেদনার বরফ।

কালপুরুষের তরবারির ধার

তোমার ওপর পরীক্ষা করতে চেয়েছিলো,

লুব্ধকের মতো সতর্ক প্রহরায়

রেখেছিলাম তোমাকে। আশা ছিল,

বেশ কিছু আলোকবর্ষ দূরে,

তোমার সাথে হবে আমার নিভৃতে আলাপন।

তোমার রূপকে চাঁদের সাথে

তুলনা করার সাহস আমার নেই,

অবান্তর প্ররোচনায় তোমার দীপ্তিকে

লঘু করতে আমি পারবো না।

তুমি উড়তে ভালোবাসো,

নীল দিগন্ত পেরিয়ে নিয়ে যাবো তোমায়,

মঙ্গল গ্রহের রক্তিমতার আবেশটুকু পেতে।

তোমার দুচোখের পাতায়

যে স্বপ্ন হারিয়ে যেতে বসেছে,

স্বপ্ন পূরণের অসীম আগ্রহে,

হাতে হাত রেখে অবাধে

এগিয়ে যাবো ছায়াপথ ধরে।

আজ হয়তো তুমি বুঝতে পারছো না,

পাগলের প্রলাপ বলে উপহাস করছো,

নয়তো উদাসীন হয়ে

না বোঝার ছলনায় আছো মেতে।

এমন একটা দিন নিশ্চয়ই আসবে,

আমার বিশ্বাস,যখন বুঝতে পারবে তুমি,

তোমার জীবনে হঠাৎ করেই

হ্যালির ধূমকেতুর আবির্ভাব হয়েছিল।

আমি হয়তো তখন বৃহস্পতির ছত্রছায়ায়

নিজের ভালোবাসার চিত্রটিকে 

আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি সাধ্যমতো। 



Rate this content
Log in

Similar bengali poem from Drama