STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

4  

Ratnadeep Pramanik

Abstract Romance Classics

শূন্য হাওয়া

শূন্য হাওয়া

1 min
720

শূন্যে, যেন কালবৈশাখী হারায় –

ফ্যাকাশে, চারিপাশ তেমনই মিলায়|

ঝড়গুলো মনের ভেতর গুমরে মরে,

দূর দেশে শুকনো শরৎ, দিগন্ত সুদূরে|


অবাধ্য ঝড়, নূপুরের ভেঙে যাওয়া গান,

দুর্বল মৃদু হাওয়া আজ কেন এতো ম্লান?

কেন মিলিয়ে যায় কালবৈশাখীর ঝাঁক?

ছটফটে ছেলেটার খবর রাখে কোন বাঁক!


হারিয়ে যায় চক্রান্ত করে টর্নেডো দুটো,

বুকের মাঝে বেলুনে যদি থাকে ফুটো!

আসেনা ফিরে আর, সেই হাওয়ার গল্পগুচ্ছ,

আজ তাই সেই ঝড়, এতটাই নগন্য – তুচ্ছ|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract