STORYMIRROR

Swagata Raychoudhuri

Classics Inspirational

3  

Swagata Raychoudhuri

Classics Inspirational

শুদ্ধ

শুদ্ধ

1 min
532

জল ছিটিয়ে গোবর লেপিয়ে

হতাম যদি শুদ্ধ

তবে পাড়ার রতন মুচি

সবচাইতে পবিত্র

গোয়াল ঝারা গোবর-চোনা

মেখে সারা গায়ে

গোয়াল যে তার ঝকমকিয়ে

পবিত্র আর মুক্ত।


জল ছিটিয়ে গোবর লেপিয়ে

হতাম যদি শুদ্ধ

তবে পাড়ার অনীল কাকু

সবচাইতে পবিত্র

গঙ্গা গিয়ে ডুবটি দিয়ে

জল আনা তার কাজ

সে যে বড্ড অপবিত্র

নীচু যে তার জাত


জাত যে বড় ছোট নজর

শুদ্ধ তাতে হয় না

শুদ্ধ হতে যে মন লাগে

জাত টি তাতে রয় না।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics