ঋণী
ঋণী


আর কি কখনো আসবে না গো তোমরা
স্বাধীন ভারতের যে সূর্য, তোমাদের স্বপ্ন,
আজকে আমরা স্বাধীন হয়েছি বটে
মানুষ হয় নি, হারিয়েছি মান আরো।।
আর কি কখনো আসবে না গো তোমরা
দেখবে না তোমাদের স্বাধীন ভারতবর্ষ
"জয় হিন্দ", "জন গণ মন" র সুরে
মোদের বড়ো বেশি তোলো ঋণী করে।।
স্বাধীনতার অর্থটাই যখন অর্থহীন
বাইরের চমকটাই যখন লক্ষ্য,
আজও কতজনেকে অনাহারে মরতে হয়
এটা ই তাদের ভবিতব্য।।
সোনার দেশে সিঁদুরে মেঘ এর গায়ে
অন্ধকারের নিত্য যেথা বাস,
অনাচার, আর অবিচার এর বিষে
পুরছে আমার দেশের স্বপ্ন-নাও।।
স্বপ্ন ভাঙার শব্দ খানি সইতে যদি পারো,
ভারত মায়ের বুক টা আবার ভরিয়ে দিতে পারো,
মায়ের বুকে বড্ড কষ্ট সবাই ছাড়লো হায়,
তাই বুঝি আজও নিঝুম রাতে কান্না শোনা যায়।।