আমার দেশ
আমার দেশ

1 min

1.1K
রাতের শেষে ঘুমের দেশে
স্বপ্ন নাও এর মেলা
দেশ টা আবার সোনার হবে
আসবে আবার পালা
মরবে না মোর একটিও বোন
ভাই রা হবে ঢাল
বোনের রাখি মানবে না কো
কোনো বাদ - বিচার
বুঝবো মোরা নিজের ভালো
দেশের ভালো, দশের ভালো
শ্রেষ্ঠ হতে রবে না ভয়
করব মোরা বিশ্ব জয়।।