মা
মা


মা, হওয়া কি মুখের কথা
এইকথাটি বলতে পারি
নতুন অতিথি আসলে পরে
সুযোগ পেলেই দু-চার গালি
“কত মেয়ে মা হয়েছে
কারুর এমন শুনিনি বাপু
পেটে ওসব ব্যথা বেদনা
কাজে ফাঁকির কারণ শুধু“।।
মায়ের ছোট্ট সোনার পরশ
জুড়ায় যত মন-জাতনা
মায়ের কোলের শীতল ছোঁয়ায়
স্বপ্ন যে তার আকাশ ছোঁয়ার।।
স্বপ্ন যখন মাটিতে নামে
ধরা দেয় সেই ছোট্ট হাতে
মায়ের চোখের বাঁধ মানে না
চাঁদের হাসির আনন্দেতে।।
সময় চলে নিজের তালে
মা এখন শিশুর মত
হাজার ভিড়ের মাঝেও মাগো
তুমি আমার দূর্গার মত।।