STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Action Inspirational

3  

TUHIN SAJJAD SK

Abstract Action Inspirational

শুভ পরিচয়

শুভ পরিচয়

1 min
182


কে তুমি অমন করে আমার দিকে চাও

বাঁকা ঠোঁটের হাসি দেখে মন যে আমার উধাও,

পূর্ণিমার ওই চন্দ্রিমা আজ ভর করেছে তোমার মুখে

আজ যুদ্ধ জয়ের উল্লাস যেন আমার চোখে,

এলানো ওই চুলের গোছা পেখম তুলে নাচছে যেন

নুপুর জোড়া মুহুর্মুহু ছলাৎ ছলাৎ করছে হেন,

পাদুটি আজ চপল চটুল মুক্তচরার ছন্দে

জীবনযুদ্ধে নিজের পায়ে এগিয়ে চলার আনন্দে,

বেসেছি ভালো তোমার কথা তোমার ব্যথা

তাইতো তোমায় মুক্ত দেখে হয়েছি ফিদা।


অনেক দিনের বুকের ব্যথা কমল এবারে

বলেছি আমি করব কাজ বাঁচব সাহস করে,

রইব না আর বদ্ধ ঘরে জগৎটাকে দেখব আমি

নিজের পায়ে দাঁড়িয়ে হব আমি অগ্রগামী,

সভ্যতার বোঝা হয়ে রইব না তাই এ পণ

পরের টাকায় ঘরে বসে খাব না বিলক্ষণ,

বাঁচব এবার স্বাধীন হয়ে নিজের পরিচয়ে

গড়ব এবার নিজের জগৎ নিজ কর্ম বিনিময়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract