শরত আকাশ- শারদ
শরত আকাশ- শারদ


এবার শরত আকাশ রাঙা হোক সবুজ হয়ে,
দেওয়ালে সূর্য উঠুক বৃষ্টি ভেজা লাজুক রঙে।
যে ঘরের মানুষ গিয়েছে শেষ যাত্রায়,
একগুচ্ছ কাশফুল ফুটুক সে ঘরের কোণে।
ভীষণ ঝড়ে যে গাছ গুলো পড়ে গিয়েছিল,
বেশ কিছু গাছের আবার নতুন পাতা গজিয়েছে।
ভোর আকাশে যখন মহালয়ার উচ্চারণ দিকে দিকে
শেফালী ফুলের গন্ধ ছেয়ে থাকুক মনের আকাশ জুড়ে।
সীমান্তে গোলা বারুদে পর্বত ঋষির নীরবতা ভেঙ্গেছে বারবার,
অনাবিল শান্তির চাদর বিছিয়ে দেবী আসবেন দশভুজা।
ঢাকের তালে আর ধুনুচির ধোঁয়ায় ভয়ের আস্তরণ যাক সরে,
ঘরের কোণে বন্দী মানুষ তাদের স্বপ্ন দেখুক প্রাণ ভরে।
সাদা তুলোর মেঘে আকাশ দেখে নদী হল শান্ত,
বোধনের আশ্বাসে কুমারটুলি আজ উচ্ছসিত।
ঐ ধানের জমিতে নতুন চাষের বোঝাপড়া,
ঘরের কোণে চাষি বউ আহ্লাদে পুজোর শাড়ি।
শিকল ছেঁড়ে ওড়ার আনন্দে মন চায় গাইতে,
‘শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়নী নমস্তুতে’।