শিরোনাম- পাখির গান
শিরোনাম- পাখির গান
আজ গুনগুন সকাল থেকেই এই যে সুর
এই তো প্রথম প্রভাত সুর...
দুচোখে তোর ভালোবাসার গান ঐ পাখির
মতোই যেন...এই সুপ্রভাত সুর।
কিচির মিচির দু এক কলি গাইল
পাখি গান,
ময়নার আজ হয়েছে ভীষণ অভিমান
কাকাতুয়া ঘাড় নেড়ে জানায় ওর ইচ্ছে
গুনগুন গান আর নৃত্য ওদের চলছে...
ভালোবাসার গান ওরাই শুধু গাইছে।
