STORYMIRROR

Sipra Debnath

Abstract Children Stories Inspirational

3  

Sipra Debnath

Abstract Children Stories Inspirational

শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

1 min
180

*****শিক্ষাঙ্গন*****

দেখো বিশাল আকাশ তার প্রশান্ত বক্ষ মেলে,

বলছে ভয় নেই ওরে আমি আছি তোদের 

মাথার ওপরে,তাই বলছি হও উদার 

সকলে তারি মতো করে।

বাতাস বইছে কারণে অকারণে

বিরতি নেয়না সে কোনো কালে,

অবিরত চলছে আর চলছে বয়ে

সময় যে নাই তার দেখতে চোখ মেলে,

তাই হও কর্মী বাতাস যেভাবে চলে।

পাহাড় দেখনা ঠায় দাঁড়িয়ে এক পায়

চুপচাপ অতন্দ্র প্রহরীর ন্যায়,

টলছেনা এতটুকু সে না কভু বিশ্রাম চায়,

তাই ধরো মৌন ভাব হইও না চঞ্চল

 হইও না ক্লান্ত রাখো ধৈর্যতাহার প্রায়।

নদী কেমন আপন বেগে চলছে বয়ে,

থামেনি তো হাজারো বাধা পেয়ে

সে জানে তার গন্তব্য তাইতো চলছে ধেয়ে,

শুধু বদলাও তোমার চলার পথের দিশা

চলতে থাকো অবিরত লক্ষে পৌঁছুতে চেয়ে।

কত অত্যাচার নিপীড়ন যত নির্যাতন,

সহে প্রতিক্ষণ আমাদের বসুমাতা টু শব্দটি করেনাকো সে যতক্ষণ সইতে পারে,

হলেও সর্বংসহা সীমা অতিক্রম হলে

সেও দেয় যোগ্য জবাব তুমিও প্রস্তুত হও।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract