STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

শিহরণে

শিহরণে

1 min
262


গাছের ডালে পাতায় পাতায়

মধুর সন্ধ্যাকালে,

শিহরণ কত উঠিল জাগিয়া

বৃষ্টি নাচের তালে |

আশায় ছিল কতখনে এসে

শান্তি পরশ ঢেলে

স্নিগ্ধ করিবে মনের আবেগ

রুক্ষতা ঝেড়ে ফেলে |

বহুকাল ধরি ছোঁয়া না পেয়ে

অবসন্ন মনে,

গুনছিল দিন কবেই পাবে

বৃষ্টিধারার টানে |

হঠাৎ যেদিন দেখতে পেলো

আকাশে মেঘের সভায়

দূর করি মানে, দাড়ায়ে সে রয়

নতমুখে, লজ্জায় |

মুখ যেন আর পায় না খুঁজে

স্বাগত দেবার ভাষা,

লাজুক লাজুক চোখেই জাগে

শিহরণের আশা |

যখন পেলো স্নিগ্ধ পরশ

শিহরিয়া ওঠে মন,

স্নান-স্নিগ্ধ সমাদরে তারে

করিছে আলিঙ্গন |

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract