শেষ থেকে শুরু
শেষ থেকে শুরু
আজ স্মৃতির ভিড়ে ফিরে দেখা
ফেলা আসা আমার সুন্দর ছোট বেলা,
যেখানে ছিলনা কোন কিছুর ভয়,
ডর প্রতিবন্ধকতা, হাসি ছিল প্রানখোলা।
আকাশে ভাসমান মেঘের গায়ে
লিখতে চাইত মন নিজের নাম,
ছিলনা বেড়াজালে বদ্ধ সে!
ছিল নদীর মত বহমান।
মুক্ত পাখির মত আনন্দে
ডানা ঝাপটাতো মন,
হাসি মজা খুনসুটির ভিড়ে
হারিয়ে গেল কি জানি কখন!!
আজ স্মৃতির ভিড়ে ফিরে দেখা
ফেলে আসা আমার যৌবন বেলা,
যেখানে ছিলনা সত্য মিথ্যার বিচার
উত্তাল হৃদয় সমুদ্রে ভাসত
অনুভূতির ভেলা।
মনের দক্ষিণা জানলা খুলে ছিল
এক দমকা ঝড়ে,
মনের দুয়ার খোলা রইল
অচেনা অতিথির আগমনের তরে।
আগুন রাঙা পলাশের রঙে
মন হয়ে উঠল রঙিন,
সময় স্রোতের অতল গভীরে
তলিয়ে গেল সে দিন!!
আজ স্মৃতির ভিড়ে ফিরে দেখা
ফেলে আসা আমার জীবনের
প্রতিটা ধাপ,
কিছুটা পূর্নতা কিছুটা অপূর্ণতা
রেখেছে তার ছাপ।
জীবন এক আলগা সুতোর
বাঁধনে রয়েছে বাঁধা,
জীবন পথের শুরু থেকে শেষ
পুরোটাই যেন গোলকধাঁধা।
জীবন খাতে চাওয়া পাওয়ার
হিসাব বড়ই জটিল!!
পিছন ফিরে যতই দেখো
পাবেনা কোথাও কোনো মিল।
