শেষ প্রহরে বৃদ্ধ নিবাস খুঁজি
শেষ প্রহরে বৃদ্ধ নিবাস খুঁজি


একটু খানি মুখে , ফুটলে আমার বোল
বাবার হাতেই প্রথম হাতেখড়ি আমার
আমায় নিয়ে বাবা , এড়িয়ে সকল গোল
শিশু কালেই বাবা , খুলে বিদ্যার খামার
বাবার সাথেই আমার প্রথম ছবক শুরু
বাবা আমার স্নিগ্ধ আলোর প্রতীক
হরহামেশা বাবা , সকল কাজের গুরু
থাকলে পাশে বাবা , কেউ হারায় না দিক
আমি এখন আহা, অনেক অনেক বড়
হাত ইশারায় কতো, রাত হয়ে যায় দিন
আমার ভয়ে দিবানিশি সবাই জড়সড়
ঋণী ছিলাম এ সমাজে, ছিল অনেক ঋণ
বয়স ভারে আমার বাবা বড্ড বেসামাল
দু চোখ থেকে আমার ঝরে ক্রোধের আগুন
ধার ধারি না আমার বাবার ধরি না তার হাল
বাবা যেন বেখাপ্পা আজ মাথায় চাপে খুন
অকৃতজ্ঞ ছেলে আমি ওসব কি আর বুঝি
বাবার জন্য শেষ প্রহরে বৃদ্ধ নিবাস খুঁজি