শেষ বেলায়
শেষ বেলায়
ভালোবাসার আকাশ জুড়ে তোমার ছবি ভাসে,
দিবারাতি উচ্ছ্বাসে,
মনের অভিলাষে,
বিরহী বিহগ খুঁজিছে সোহাগ বিস্তীর্ণ নীলাকাশে।
আকাশের রূপে রঙের প্রকাশ দূর দিগন্ত পারে,
মলয়ের নির্ঝরে,
হৃদয়ের মর্মরে,
বকুল সুবাস ছড়িয়ে পড়েছে প্রেমের আঙ্গিনা জুড়ে।
সাঁঝের বেলায় লালিমার ছোঁয়া পড়ন্ত রোদ্দুরে,
জীবন নদীর পাড়ে,
তরঙ্গ সমাহারে,
উছলিয়া ওঠে মনের আবেগ কাল বোশেখির ঝড়ে।
আঁকতে গিয়ে তোমার ছবি সময় গেলো বয়ে,
আহ্লাদী প্রশ্রয়ে,
অমূলক অসময়ে
প্রশান্তি খোঁজে জীবনের তরী নোঙ্গর বাঁধতে চেয়ে।

