শান্তি
শান্তি
মনে পড়ে গল্পে শোনা সাত সমুদ্দুর,তের নদীর পার,
তেপান্তরের মাঠের পরেই, অচিনপুরের পাহাড় !
পাহাড় খুঁড়ে সেথায় মানুষ, হয়তো বানায় শহর,
গুহার ভেতর আছে সেথায়, আরাম প্রিয় ঘর ।
মনে হয় তাই, সমুদ্রের পাশেই পাহাড় থাকা চাই,
তাই বলে ন্যাড়া পাহাড় কিন্তু মোটেও পছন্দ নয়,
প্রিয় তো আমার, সেই পাহাড়ে গাছের ছায়াটুকুই।
নীল আকাশে যখন মেঘের পালকি ভেসে যায়,
পাহাড় ঘেরা সমুদ্রে আমি যেন কলাগাছের ভেলায়।
গাছের তলায় বসে দেখি, সমুদ্দুরের সেই সব ঢেউ,
কাছে যেন থাকে তখন, আমার পরম প্রিয় কেউ।
সব পেয়েছির দেশেও মন কাঁদে এক জায়গায়,
মানুষের ভবঘুরে মনটা যে ভাই যাযাবর হতেই চায়।
পৃথিবীতে শান্তি কোথায়, শান্তি নিজের ঠিকানায়!
