সেই সময়
সেই সময়
আমার তো বেশ আছেই মনে সেই ক্ষণ,
সময়টা ঠিক যেন একটা দেরাজে রাখা আছে,
যখন দেশলাই বাক্সে তার জুড়ে হতো কথোপকথন।
হ্যালো...... হ্যালো............ হ্যালো...........
শুনতে কি তুই পাস, এই যে আমি ডাকছি সারাক্ষণ !
একদিন ফোনের অফিসে বুকিং করা হলো,
নিতে বাড়িতে একটা ল্যান্ড ফোন।
ফোন রাখার পেতলের ফোনস্ট্যান্ড চলে এলো,
প্রতীক্ষায় গুণে সময় কাটলো ঠিক মাস দুই তিন।
মনটা আমার নেচেছিলো তা ধিনাক ধিন!
একটা সময় এমন ছিলো, বসে বসেই কাটতো সময়,
ভাবতাম, কখন যে বাজবে ঐ টেলিফোন।
তারের মধ্যে দিয়েই ছুটতো কথা যখন ইচ্ছে তখন!
হ্যালো.......... হ্যালো........... হ্যালো...........
বুঝতে কি তুই পারছিস? কথা বলতে চাইছে মন?
বিনা তারের ফোনও এলো, টেলিফোনের খুঁটিগুলো,
এক্কেবারে উঠেই গেলো ধীরে ধীরে যেন কখন!
মোবাইলে মেসেজ করলেও ভরতো না তোর মন।
উত্তর দিতে করলে দেরি, হতো যে অনেক অভিমান,
তখন বেশি বেশি কথা লিখে ভাঙাতে হতো মান।
কিন্তু এক্কেবারেই আলাদা টেলিফোনে গলা শোনা,
যখন আমি উঠতাম বলে, "একবার আয় না !"
তোর মনে হতো করছে এক শিশু যেন বায়না।
হ্যালো.......... হ্যালো.......... হ্যালো.........
আমার কথা কি, তোর কানে একদম পৌঁছায় না?
আজকাল ফোন করলেও কেন আর তুলিস না ?
কি যে তোর হলো ! সেটা তো আমিও বুঝিনা।
তাই ভেবে রেখেছি, আর আমি ফোন করবোনা!
মনে মনেই ডাকবো শুধু, হ্যালো, হ্যালো, হ্যালো.....
তুই কি আমার এই "আয়" ডাকটা শুনতে পাবি না ?

