সেই লোকটা
সেই লোকটা
সেই লোকটা ------
রোজ দেখি রাতে ধরে থাকে হাতে
ছানি পড়া বাঁ চোখটা ।
সেই লোকটা------
একদিন দেখি ঘটনাটা মেকি
ধরা পড়ে যায় জেলে,
লোহার গরাদ করে বরবাদ
পালায় চোখটা ফেলে।
খোঁজ খোঁজ রব যেন উৎসব
কলরব করে পাড়া,
হঠাৎ কাউকে বলে হেঁকেডেকে
একটু আসছি দাঁড়া।
এই তো পেয়েছি যা কিছু চেয়েছি
ভালো বা মন্দ সবই,
রাতে আঁধিয়ার দিনে আলো-হার
অস্তাচলের রবি ।
কিছু পরে এসে বলে হেসে হেসে
ভুলে গিয়ে তাপ শোকটা --
সেই লোকটা ---
কোথা' নিয়ে যাবে কি বা আর পাবে
এই নাও শুধু ঝোঁকটা ।
অনিত্য জগত যে করে সঙ্গত
জগৎপাল যে তিনি,
মনে হয় তারে পথে ঘাটে দ্বারে
দেখেছি; আমিও চিনি।
কখনোসখনো চোখের শুকোনো
করুণা দৃষ্টি দিয়ে,
করে মহীপাল কাহারো বা হাল
অশ্রু বৃষ্টি নিয়ে,
করে ছন্নছাড়া ক্লীব সর্বহারা
হাতে দেয় ধন থোকটা,
সেই লোকটা ---
যাহার কথায় চাঁদ ডুবে যায়
রবি আসে হেসে হেসে,
বসন্ত কোকিলে কুহু সুর দিলে
ধূসরে ঊষরে শেষে।
আমি বলি এক করি যে আরেক
হিসাবের খাতা ফাঁকা,
হয়তো বা তাই চাঁদ ডুবে যায়
চলন যে তার বাঁকা !
