সবুজ খেলা
সবুজ খেলা
সবুজ মনে অবুজ তুমি,
জ্বলসে ওঠা চিকন ভূমি।
মেঠো পথে বাজায়ে বাঁশি,
সকল-সন্ধ্যা মিলন হাসি।
গাছের পাতায় শিশির ফোঁটা,
জোৎস্য রাতে একলা হাঁটা।
স্মৃতির ভারে পিছন টানে,
ফিরতে চায় কেউ কি জানে।
সবুজ সবুজ শুধু সবুজের সম্ভার,
নিত্য নতুন জীবন, নেই আরম্ভর।
আশার প্রদীপ জোনাক জ্বলে,
পাখির গান ভরে বননস্থলে।
