স্বরণীয় মুহূর্ত
স্বরণীয় মুহূর্ত
1 min
605
নগ্ন করেছো আমাকে , বুঁকের খাঁজে শহরের মাঝ রাস্তায়
বেশ্যাও তো শরীর দেয়
গ্রামের ভেতরেও তো খেঁজুরের রস গড়িয়েই পরে
মাটি ভিজে যায়...
তবে, আমার প্যান্টের ভিজে যাওয়া অংশে পৃথিবী শান্ত হয় !
কেনো জানো?
বৃষ্টির জলে , নোনা-কোমরের স্পর্শে গোত্রহীন
সাগর পারে অন্য মেরুদন্ডহীন অঙ্গ ছিলো
রাতের পাতা গুলোর এক পৃষ্ঠায় কোঠা বাড়ির সমাজ ছিলো !
এর থেকে ভালো ছিলো ,
যদি তুমি মুসোলিনী হতে...
একান্ত স্বরণীয়...