স্বর্গদর্শন
স্বর্গদর্শন
ট্রেকিং করে কিছুটা উঠেই
একটু সমতল দেখে তাঁবু ফেলা হল।
যে দিকেই তাকাই, বরফের চাদর মুড়ি দিয়ে ধ্যানমগ্ন
সার সার চুড়ো
মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে
কনকনে ঠান্ডা।
হাওয়ার সঙ্গে ঝাঁক ঝাঁক আলপিন ছুটে এসে
মুখে বিঁধছে, গলায় বিঁধছে
দলনেতা বললেন, কেউ যেন রাতে একা না বেরোই।
এত সুগার, ঘন ঘন বাইরে যেতে হয় আমাকে
বারবার কাকে ডাকব!
মাঝরাতে গুটি গুটি পায়ে তাঁবু থেকে বেরোতেই
আমি তাজ্জব।
এটা জ্যোৎস্না! না, লক্ষ লক্ষ টিউব লাইটের আলো!
গোটা আকাশটা যেন রুপোলি রাংতা দিয়ে মোড়া ঝলমল করছে
এক ফোঁটা জায়গা নেই, যেখানে পিন ফোটানো যায়।
বহু দিন লোক দেখেনি বুঝি
তাই এত তারা দল বেঁধে আমাদের দেখতে এসেছে
তারা! না, তারা মা! দুর্গা মা! শিব! গণেশ! কার্তিক!
আমরা কি স্বর্গে পৌঁছে গেছি!
লাগুক ঠান্ডা,
তেত্রিশ কোটি দেবতাকে আমি এখন দু'চোখ ভরে দেখব।