স্বপ্নহারা
স্বপ্নহারা
আমার স্বপ্নের আকাশ থেকে
খসে পড়ছে এক একটা তারা,
যেন জড়োয়ার ঝুমকো গানের ছন্দ থেকে
মোতির খসে পড়া |
চোখের সামনে জ্বলে থাকা ঝাড়বাতিটার
আলো নিভছে একে একে,
হাজার মোমবাতির জ্বলন্ত শিখা
ঔজ্বল্য হারিয়ে হয়েছে ফিকে |
বুকের ওপর ভারী প্রস্তর খন্ডে
আশার সমাধি সৌধ,
কুড়ি পেলো না ফুলের শরীর
জীবন রইলো দুর্বোধ্য |
অমা নিশার কালো আঁধারেতে
আলোর প্রবেশ মানা,
স্বপ্ন হারিয়ে, লক্ষ্য ছাড়িয়ে
দুই চোখে জলকণা |
হতাশ হৃদয়ে হুতাশন হত
হোমাগ্নি হারায় আলা,
জীবনের জালে নিজেকে জড়িয়ে
জঠরে জহর জ্বালা |
