STORYMIRROR

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

3  

Bisweswar Mahapatra

Abstract Tragedy Others

স্বপ্নের সমাধি

স্বপ্নের সমাধি

1 min
128

আমি পাষাণ মনের দুয়ার খুলে

পারিনি তোমারে রাখিতে সেখানে,

বারে বারে তাই ফিরায়ে দিয়েছি তোমারে

সোপানে আজ সাধিবে স্বপ্ন যেখানে ৷


ফুলের বাসর জুড়ে প্রজাপতিপাখা

পরাগ মাখে কত সোহাগে স্বপনে,

তেমন হতে পারিনি কেন যে আমি

রূপবতী প্রকৃতির লাবন্যে দিন যাপনে৷


বারে বারে দমকা হাওয়ার ঝড় নীড়ে

আঘাত করে ভেঙে যায় শান্তির বাসা,

আমি কাকভেজা থাকি অশ্রূর প্লাবনে

দিনে দিনে মরে যায় আহত সব আশা৷


পর্ণমোচী স্মৃতিরা নিয়ত ঘুরে ফিরে

দেখিয়ে যায় জীবনের শূন্য ডালপালা,

জয়ের চন্দনতিলক ললাটে চড়চড় করে

নিত্য বুকে হাহাকারে করে চলে ঝালাপালা৷


Rate this content
Log in

Similar bengali poem from Abstract