স্বপ্ন
স্বপ্ন


আকাশ পরিষ্কার, ছিটেফোঁটা দাগও নেই কোনো
একটা ঘুড়ি উড়ছে, হলুদ রঙের
একঝাক পায়রা আমাদের মাথার উপর দিয়ে নিঃশব্দে উড়ে গেল
ওপারের বেঞ্চে আজ নতুন দুটো ছেলে-মেয়ে
আরও অনেকে জোড়ায় জোড়ায় ছড়িয়ে ছিটিয়ে বসে, রোজকার মতো
পাশের রাস্তা দিয়ে একটা লোক সাইকেল চালিয়ে গেল
ঝালমুড়িআলা মনে হয় এদিকেই আসছে
দুটো সাদা রঙের হাঁস হেলতে-দুলতে জলে নামলো….
প্রতিদিনই এই সময়ের যা কিছু দৃশ্যমান -
এভাবে একের পর এক তোমাকে বলে যেতে, আমার ভাল লাগে
প্রতিদিনই আরও বেশি করে ভাল লাগে
ভাল লাগে, তোমার খুশি-মুখটা দেখতে
ভাল লাগে -
হাসি-মুখটা দেখার অপেক্ষায় থাকতে
খুব ভাল লাগে
আরও ভাল লাগতো -
আমার স্বপ্নটা যদি সত্যি হতো
বলতে বলতে হঠাৎই থেমে গিয়ে বলতাম,
এই দেখ ! আমি ভুলেই গেছিলাম, তুমি তো এখন দেখতে পাও !!