STORYMIRROR

Chandrane Das

Tragedy Fantasy Inspirational

3  

Chandrane Das

Tragedy Fantasy Inspirational

স্বপ্ন

স্বপ্ন

1 min
371

স্বপ্ন গুলো অলীক বড়ো

হাত বাড়ালেই ফুরুত করে

উড়ে বেড়ায় ডালে ডালে।


তাই ধৈর্যের বাঁধ ভাঙলে ও        

পাত্তা পাওয়া মেলা ভার,

আগল দিয়ে বাঁধতে গেলে

তাঁরা তখন "লাগামছাড়া",

"বাঁধনহারা"," বড্ড দামি"।


কেউ তো বলে

সঠিক দামে পরবে ধরা

স্বপ্নের দল "হতচ্ছাড়া"।


কারো মনের স্বগোতোক্তি আবার

"অভিমানী" তারা

তাই দেবে না ধরা....


তবে সময় দিয়ে 

করলে যতন,

পেতে ও পারো 

তাদের দর্শন।       


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy