স্বপ্ন পরী
স্বপ্ন পরী
স্বপ্নে পেয়েছি তোমায় নিঝুম রাতে,
প্রেমিক আমি ছিলাম তোমার সাথে,
হৃদয় আঙ্গিনার মাঝেতে বসি।
স্বপ্ন চোখে তুমিও ছিলে বিভোর,
চাহনিতে ছিল উদাসী প্রেমের ঘোর,
প্রেমিকেরে খুঁজিয়া ফিরিছো আসি।
তোমার ছড়ানো শুভ্র জ্যোতির আলোয়,
হৃদয় মাঝারে জাগালো উথালি প্রলয়,
স্নিগ্ধতারে বাতাসে ছড়িয়ে দিলে।
ঠোঁটের কোণে ছড়িয়ে কোমল হাসি,
বনের পরী দাঁড়ালো পাশেতে আসি,
রুপালি রূপের আবেশটুকু মেলে।
মুখের কথায় ফুটে উঠেছে লাজ,
কামিনী কাঞ্চন শোভায় অপরূপ সাজ,
নীলিমা ছড়ানো পোশাকে নীলাম্বরী।
মোহময়ী আবেশ ছড়ানো অবাক লাবণ্য,
পরাজয় মেনে জোছনা হয়েছে ধন্য,
সোনার অঙ্গে রূপের ছড়াছড়ি।

