সভ্যতার নিদর্শন
সভ্যতার নিদর্শন
একা তরল হয়ে কি হবে?
পৃথিবীজুড়েতো সকল অবয়বই কঠিন
নির্মল আনন্দ পেতে চাইলেই কি হয়
যে যার মতো চলছে অভিনয়
দেখতে পাচ্ছ তা নিশ্চয়।
সহস্ত্র নিশাচর বক্র লোভাতুর দৃষ্টি ফেলে চায়
যদি একবার হামলে পড়া যায়।
উফ্! দলে মোটামুটি নিকটাত্মীয় থেকে ধরে
পাড়াতুতো কাকা জ্যাঠা মামা দাদারাও আছেন।
আড়াল থেকে...
বন্ধুদের দলও আছে
উদ্দেশ্য চরিতার্থের আশায়,
ভঙ্গ হয় যখন বন্ধুত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
ছলে বলে কৌশলে
যেভাবে আয়ত্বে করা যায় আর কি
এইতো আধুনিক সভ্যতার নিদর্শন
মন যতই অপবিত্র থাকুক না ভেতর থেকে
বাইরে তো আমি ধোয়া তুলসি।
