স্বার্থপরতা
স্বার্থপরতা
কি হচ্ছে চারিদিকে?
বিকৃত হয়েছে কি মানসিকতা?
রুগ্ন হয়েছে কি
প্রতিবাদের ভাষা?
পঙ্গু হয়ে গেছে কি
অন্যায়ের বিরুদ্ধে গর্জে
ওঠার ভাষা?
উত্তর নয় কারোর অজানা।
হারিয়ে মনুষত্ব এবং বিবেক,
এড়িয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা
করেছি যে আপন স্বার্থপরতা।
