আধ ছেঁড়া নৌকো
আধ ছেঁড়া নৌকো
সারি-সারি ভাসমান মেঘ থেকে
হঠাৎ যখন বৃষ্টি আসে,
উঠোনের জমা জলের মতো
মনের কোনে জমিয়ে রাখা
অনিয়ন্ত্রিত অনুভূতিগুলো,
পাঠিয়ে দিয়ে তোর কাছে
সাদা কাগজের নৌকা করে।
আধ ছেঁড়া সেই নৌকো খানা
পৌঁছে যখন তোর আঙিনায়,
সকলের অগোচরে তুই তাকে
তুলে রাখিস, তোর মনের
নিষিদ্ধ সেই কুঠুরিতে।
মাথা এবং মস্তিষ্কের মাঝে
দোলাচলে আটকে থাকা
মুখোশহীন তুইটা, এভাবেই
পালাতে পালাতে কোনো
একদিন ক্লান্ত হয়ে হয়তো
দিবি ধরা, এক পশলা বৃষ্টি হয়ে।

