হিমেল হাওয়া
হিমেল হাওয়া
হিমেল হাওয়া ভাসছে বাতাসে।
পাতাগুলো এক এক করে ঝরে যাচ্ছে।
তাই বোধহয় মনখারাপের সুরগুলো বড্ড কানে লাগছে।
কিছু নতুন গল্পের সূচনা হয় এতো বিষণ্ণতার মাঝেও।
আবার কিছু গল্প ফুরিয়ে যায় বছরের এই শেষ দুটো মাসে।
তবুও কিছু ফিরে পাবার আশায়, কিছু পুনঃশুরু করার চেষ্টায় দিন গুনতে থাকি নতুন বছরের অপেক্ষায়।
