স্বাধীনতা
স্বাধীনতা


নির্ভয়ে ভোরের সূর্য উঠেছিল সেদিন,
দুশো বছরের ভারী শিকল ভেঙ্গে,
বাতাসে ছিল দেশমাতার জয়গান,
স্বাধীনতা এসেছে প্রত্যেকের ঘরে ঘরে।
একরাশ জবা ফুলের মত লাল রঙ,
যাতে জড়িয়ে আছে বীর শহীদের দুর্দম ইচ্ছে।
আর সমুদ্রের অনবরত ঢেউয়ের
মতো তাদের অবিরাম লড়াই।
স্বাধীনতা এসেছে দীর্ঘ লড়াই সেরে।
দুঃসহ ভাগাভাগি, রক্তে মাখা সবুজ স্মৃতি,
সব ছেড়ে হঠাৎ রিফুইজি হয়ে অন্য দেশে,
শূন্য থেকে শুরু করা এক অধ্যায়।
স্বাধীনতা ভালবেসেছে সেই প্রতিটি মানুষেরে।
খোলা আকাশের নীচে মন খুলে গান,
ভিজে হলঘরে পা টিপে টিপে চলার মত
এক একটি নির্ণয়। নিজের যা আছে তাকে
বলিষ্ঠ করে তুলবার অঙ্গীকার।
স্বাধীনতা যে দেশের সন্মান, নিজের অধিকার।
এ এক এগিয়ে যাবার বাণী,
ঝড় বৃষ্টি কখন ও সোনা রোদ্দুর মেখে,
বুকে থাক ইতিহাস, মনে পরুক বলিদানের কথা
স্বাধীনতা বড় আহ্লাদ, বড় কাছের ওরে।