স্বাধীনচেতা
স্বাধীনচেতা
স্বাধীনচেতা
মানিক চন্দ্র গোস্বামী
প্রজাপতির পাখনা মেলার বেলা,
হৃদয় দুয়ারের আগলখানি খোলা।
রামধনু মন ছিদ্র পথে,
জাঁকিয়ে বসে জয়ের রথে।
চোখ ধাঁধানো বাহারি আলো,
অবাধ্য মন পথ হারালো।
চিকচিক করে স্বপ্ন রঙীন,
অবাক আকাশে চেতনা বিলীন।
বাধা মানেনা মনের গতি,
আবেশে ভেসেছে দিবস রাতি।
দুরন্ত মনটি শোনেনা বারণ,
ভ্রমের পেছনে ছোটে অকারণ।
ভ্রান্তি কিছু হঠাৎ হলে,
জীবনযাত্রা হয়ে যাবে গোলমেলে।
বিচার বুদ্ধির সঠিক প্রয়োগে,
সংযত রেখে আপন আবেগে,
জটিল জালের বন্ধন হতে,
অভিজ্ঞ জনের দেখানো পথে,
মুক্ত আকাশে বিহগের মতো,
সরিয়ে রেখে কালিমা যত,
উড়ে বেড়াও হয়ে স্বাধীনচেতা,
সুন্দর জীবনের সঠিক বারতা।
