সৈন্য কারে বলে?
সৈন্য কারে বলে?
1 min
9.3K
সৈন্য কারে বলে?
যে সেনায় যোগ দেয়?
না যে রক্ত ঝরায়?
না যে বছরের পর বছর বাড়ি থেকে দূরে লড়াই করে যায়?
সেই কি যে নিজের সন্তানের মুখটাও দেখে না দিনের পর দিন?
না কি সে যে ভালোবাসার টান বা ব্যর্থতার পিছুটানে সারা দেয়না?
না যে হতাশাকে হারাতে জানে?
না যে বাড়ি থেকে দূরে সুখ খুঁজে নেয়
কে সে? কই সে?
ঐতো দেখো, লড়ছে সে...আমাদের তরে লড়ছে সে।