না আমি দেখিনি তাকে
না আমি দেখিনি তাকে


না আমি চিনিনা তাকে …
না আমি দেখিনি তাকে সামনে কখনো
তবু তাকে আমি ভালোবাসতে চাই …
কেন? কারণ সে বীরপুরুষ।
কারণ সে সম্মানের যোগ্য।
কারণ সে লড়তে জানে।
কারণ সে রক্ষা করতে জানে।
সে মানুষের জন্য লড়ে।
মানুষকে বাঁচায়।
শত্রুকে হারায় …
আর কি চাই এক নারী?
নিজের সুরক্ষা নয়...নিজের সুখ নয়...
নিজের চাওয়া পাওয়া নয়...
এমন পুরুষ যে অন্যের জন্য প্রাণ দিতে পারে।