কিছু গল্প
কিছু গল্প
কিছু গল্প কেউ বলেনা …
সেই গল্প কেউ জানতেও চায়না …
সে গল্পে যে কোনো অযথা মসলা নেই।
সেই গল্প কেউ বানায় না...সেই গল্প সত্যি ঘটে …
লক্ষ লক্ষ সৈনিক মরে …
তাদের জন্য চোখের জল কে ঝরায়?
শুধু তাদের পরিবার?
কজন চেনে তাদের?
কজন দাঁড়ায় তাদের বাড়ির সামনে?
কজন খোঁজ নেয় তাদের বৌ, মা দের ?
আসলে তারা না সত্যি রক্ত ঝরায়।
তাদের মা বৌরা সত্যি জল ফেলে চোখ থেকে …
তার মধ্যে নাটক নেই ...অতিরিক্ত মসলা নেই …
এটা সত্যি গল্প।