খুঁজে বেড়াই
খুঁজে বেড়াই


আমিটাকে খুঁজে বেড়াই ...তোমার মধ্যে
তুমিটাকে খুঁজে পাই ...কই, পাই কি?
আমিটাকে সারাজীবন খুঁজে গেলাম সকলের মধ্যে
আর সকলকে হারিয়ে পেলাম শেষমেশ আমিটাকে।
কই ছিল সেই আমি? কই আছে সেই তুমি?
আমি আছি আমার ভিতরে ...তুমি ছিলেনা তো ...আজও নেই।
থাকবেও না কোনোদিন ...কেন জানো ?
কারণ তুমি খুঁজতে চাওনি আমাকে।