চেয়েছিলাম শুধু...
চেয়েছিলাম শুধু...


চেয়েছিলাম শুধু তোমায় সেদিন
চেয়েছিলাম শুধু তোমার সঙ্গ …
চেয়েছিলাম একটা শুধু দৃষ্টি ...তোমার চোখের কোন থেকে
একটু লুকিয়ে তাকানো, ব্যাস।
সেই বৃষ্টিতে ছাতার নিচ থেকে তোমার তীক্ষ্ণ দৃষ্টি …
তোমার অপেক্ষা ...তোমার এক ঝলকের অপেক্ষা …
সবই স্মৃতি এখন ...সুন্দর এক স্মৃতি।
তুমিও যে স্মৃতি ...মিষ্টি গল্পের মতো ...না - বোঝা কবিতার মতো।