তোমাকে হলোনা বলা
তোমাকে হলোনা বলা


কিছু কিছু কথা …
শুধু তোমায় বলা
কিছু কিছু ব্যথা
শুধু আমার পাওয়া
কিছু না-লেখা শব্দ
তোমাকে হলোনা বলা
কিছু না-বলা অভিমান
তোমায় হলোনা লেখা
একদিন দেখা হবে ...শোনা হবে ...বলা হবে …
সেদিন আমি কি থাকবো? নাকি শুধুই অত্যাচারিত কিছু ছেঁড়া ডাইরির পাতা ?