STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

সাফল্য

সাফল্য

1 min
397

আমার সকল বিফল কাজ ,

সফল হয়ে বিকল করে আমার যত লাজ।

কেউ নেয়নি আমার পক্ষ ,

কলুর বলদ হয়ে ঘুরি এই গোলাকার কক্ষ ।

তবু পাইনি খুঁজে সফলতা , খুশী আজ সমাজ,

সেই তো আমার সফলতা , আমার বিফল সাজ ।

দুইটি চোখে যা যা দেখি,

মন দিয়ে তার ছবি আঁকি,

হোক না বিফল আশা আমার , হারাই না মেজাজ,

সেই তো আমার সফলতা : আমার পরাণ মাঝ ।

কাঁপে যখন অধীর হয়ে ,

মাপে হৃদয় প্রবীর লয়ে ,

মাপকাঠিতে যায় না ধরা সকাল বিকাল সাঁঝ ,

আমার সকল বিফল কাজ সফলতার ভাঁজ ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics