সাঁঝবেলা
সাঁঝবেলা
কোনো এক সাঁঝবেলায়
স্নিগ্ধ শীতল হাওয়ায়
অস্তরবির মত একটু হেলে
দিকচক্ররেখায় মুখখানি আড়াল করে
চেয়ে দেখবো তোমায়....।
আকাশের পানে চেয়ে তুমি দেখো
কত না সুন্দর আকাশের নীলিমা!
সে-ই নীলিমায় হারিয়ে যাবো তোমায় নিয়ে
যাবো অচেনা দেশে,কেউ পাবেনা খুঁজে।
ও! ভুলেই তো গিয়েছি সাঁঝবেলায় শুধু কি চেয়ে
দেখবো তোমায়? না,তোমায় ছুঁয়ে দেবো
আমি পরশ-পাথর হয়ে থাকতে চাই বলে,
ভালোবাসা আর তোমাকে দিয়ে স্বপ্ন বোনাবো
সে-ই স্বপ্ন পূরণের সারথি হবো বলে...।

