সাম্য
সাম্য


তুমি পুরুষ,আমি নারী
স্বপ্ন দিয়ে ঘর বাঁধতে পারি,
ঝড়ের মুখে হাল কভূ না ছাড়ি,
থাকবো পাশে হোক যতই আড়ি।
তাহলে কেন শুধু নারী দিবস,
তোমায় ছাড়া যখন জীবন অবশ,
হোক না বন্ধ এই বৈষম্য,
তুমি, আমি আর মাঝে সাম্য।
তুমি পুরুষ,আমি নারী
স্বপ্ন দিয়ে ঘর বাঁধতে পারি,
ঝড়ের মুখে হাল কভূ না ছাড়ি,
থাকবো পাশে হোক যতই আড়ি।
তাহলে কেন শুধু নারী দিবস,
তোমায় ছাড়া যখন জীবন অবশ,
হোক না বন্ধ এই বৈষম্য,
তুমি, আমি আর মাঝে সাম্য।