STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Romance Tragedy

3  

Mahfujur Rahaman

Abstract Romance Tragedy

সাদা কালো কারণগুলো

সাদা কালো কারণগুলো

1 min
558

এই মৃত শহরের দুপুরে আমি একলাই জেগে আছি,

তোমার আমার ব্যবধান বাড়লেও আমি তোমাকেই ভালোবাসি।

অন্ধকারে মনে মনে তোমার ছবি আঁকি,

দূর অজানায় আমি তোমাকেই খুঁজে দেখি।

জানি সন্ধে নেমে গেছে এই ধূসর সৈকতে,

জানি তোমার আমায় মনে পড়বে না সেই সকাল ভোররাতে।

তোমার বারবার অবহেলার সেই ভিড়ে,

আমি অজান্তেই হারিয়ে গেছি তোমার অগোচরে।

তোমার বাড়ির আঙিনায় এই বিচ্ছেদের কারণগুলো,

ফুটে ওঠে অন্ধকারে চাপা পড়ে ধুলো।

তোমায় নিয়ে আমার লেখা সেই গল্প জুড়ে,

আমি যেন হারিয়ে গেছি এক নিবিড় অন্ধকারে।

আমার দেওয়া তোমার ডাকনাম গুলো,

আকাশেতে ভেসে বেড়ায় হয়ে সাদা কালো।

যেন হাওয়ায় আজ মিলিয়ে গেছে তোমার আওয়াজ,

তাই খুলে বসে আছি সেই স্মৃতির কোলাজ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract