রূপকথায় তুমি
রূপকথায় তুমি


শূন্য প্রতীচী
নিঃসঙ্গ দ্রোণি | পথের গ্রীবায় তুমি আর তোমার ছায়া ,
নিস্তব্ধ ঊনাশীতি | মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অব্ধি , চারিদিকে অন্ধকার শকাব্দ |
খুব খোঁজে মন তোমায় কবিতার ছন্দে
সাদা পাতা | অথচ কতোই না লিখেছি -
মনে মনে | পাতা সরিয়ে সরিয়ে |
অংস ছুঁয়ে তোমায় এঁকেছি আলতা ছিটিয়ে !
শিশিরের জলে ধুয়ে গেছে পা ,
ফাগুন গেছে ফিরে | একলা অলকানন্দা ছুঁয়ে -
আগুন আছে জেগে | ত্রিধারা পাশে |
শব্দের ঘরে শ্যাওলা জমেছে , আকাশ লাল ,
বৃষ্টি আজ মেঘ দেখেনি -
ঝড় ওঠেনি বলে !
রোদ্দুর ওঠেনি আজ, নির্ঝর শুকিয়ে কাঠ
পাথর স্নান করেনি , সবুজের চাদরে | ফুল ফোটে নি|
দালানে আজ বন্যা
অনিমা ডুবেছে তমোহা শেষে ,অবশ তোমার দ্রোণে. . .
রূপকথায় না হয় থাকবো দুজনে...