রসায়নে অদ্রাব্য
রসায়নে অদ্রাব্য


আগের পেনটা ফেলে দিয়েছে, প্রেমকাব্য লিখব না আর। একটা নতুন কলম কিনেছি যা লিখিবে, সন্তানের দেওয়া বৃদ্ধ মাকে একাকিত্বের উপহার। বেকারত্বের জন্য মরেছে কত তরুণ পরিবার, বীর সৈনিকের মৃত্যুসংবাদ শুনে করতে হাহাকার। তাদের কথা লিখবো এবার। আমার কলম সমাজের নিয়ে, কবিতা লিখবে এবার। অনেক লিখেছি প্রেম বিরহের কাব্য , আমার কলম হয়ে গেছে আজ রসায়নের অদ্রাব্য।।