STORYMIRROR

Utso Bhattacharyya

Classics

3  

Utso Bhattacharyya

Classics

রঙিন মুখচ্ছবি

রঙিন মুখচ্ছবি

1 min
423

পুরনো দরজা এক রহস্যমাখা—

         অন্তরে অজানারা রয়েছে যে ঢাকা৷

         কতকাল কত স্মৃতি আড়ালে রেখেছে—

         আনন্দ-বিষাদ সব মিলেমিশে আছে!

         বছরের পর বছর ঘোরে, দরজা মলিন হয়—

         অন্তরেতে ঘটনাপ্রবাহ লুকায় পরিচয়!

         রঙের উৎসব আজ সমাগত দ্বারে;

         সাথীরা আজ রঙ খেলতে বুঝি বা কড়া নাড়ে!

         রঙমাখা শিশুমুখ অমলিন হাসি—

         এমন মধুর দৃশ্যে আনন্দতে ভাসি!


Rate this content
Log in

Similar bengali poem from Classics