রিগ্রেশন
রিগ্রেশন


অতীত বিচরণ!
সত্যি নাকি কল্পনামাত্র?
জানা নেই; জানতে চাই, তাই চেষ্টা চলছে… গোপন, নীরব, অবিশ্বাস্য এক চেষ্টা।
চেষ্টা করছি…
যথাসম্ভব শেকড় ছড়িয়ে অবিশ্বাস্য দ্রুততায় ধরিত্রীর গভীরতম প্রদেশে প্রবেশ করার এক দুর্বার চেষ্টা চলছে ... পারছি আর কোথায়?
স্বেচ্ছায় হিপনোটাইজড হয়েও আষ্টেপৃষ্টে বেঁধে আছি… বর্তমানে।
পাখি জন্ম পেয়েও মস্তিষ্কের নিবিড়তম কুঠুরিতে শেকলাবৃত হওয়ার অনতিক্রম্য এক ডাক শুনতে পাচ্ছি… ক্রমাগত।
অথচ…
যাবতীয় মাধ্যাকর্ষণ বাঁধা পেরিয়ে আমি এখন সন্তর্পণ অতীত ভ্রমণে যেতে চাই,
জানতে চাই (শুধু) তোমাকে, পরিপূর্ণভাবে।
বিশ্বাস কর,
আমি এবার যাযাবর হতে চাই…